সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের হামলায় খন্দকার মুকুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। সে ঝিকরগাছার বারবাকপুর এলাকার মৃত খন্দকার আমিনুর রহমানের ছেলে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মুকুল জানিয়েছেন, গ্রামে অধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার আবু সাইদ আলী নামে এক ব্যক্তির বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে আবু সাইদ আলীর নেতৃত্বে সামাদ,সালামসহ সাত-আট জন তার বাড়িতে হামলাকরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply