শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
আমার অন্তিম আকুতি
আবিদুর রেজা খান
আমি আমার জন্যে একমুঠো সুখ খুজে চলেছি
ভাবিনি কখনও কোন দিন
ওই সুখ টুকু পেতে
৩৬ বছর অপেক্ষার প্রহর গুনতে হবে
তার পরও অপেক্ষার প্রহর গুনে চলেছি \
আমি একটি মায়াবী মুখ খুজে চলেছি
ইতোমধ্যে ৩৬টি বসন্ত পেরিয়ে গেছে
তার পরও আমার তৃষ্ণার্থ চোখ দুটি
বার বার দেখতে চাই
ওই মায়াবী মুখখানি \
না পাওয়া প্রত্যাশা গুলো
বার বার দংশন করেছে
শরীরের সমস্ত অস্তিকোষ
শিরা-উপশিরায় প্রবাহিত
রক্ত কণিকা গুলো বিবর্ণ
দেহ মন ফ্যাকাসে হয়ে উঠেছে
তার পরও অপেক্ষার প্রহর গুনে চলেছি \
জানিনা কত অপেক্ষার প্রহর গুনতে হবে
মানুষ প্রতিমার সেই মুখ খানি দেখে
দৃষ্টি সার্থক করতে
জীবণের লাল সীমানা পর্যন্ত
অপেক্ষার প্রহর গুনতে থাকবো
এ আমার অন্তিম আকুতি \
Leave a Reply