মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর চাঁচড়া ফাঁড়ি পুলিশ শুক্রবার ভোরে যশোর বেনাপোল সড়ড়ে পুলেরহাট মোড়ে একটি প্রাইভেটকারে তল্লাশী চালায়। এ সময় গাঁজাসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর এলাকার নুরুমিয়ার ছেলে সুজন মিয়া বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত মফিজুর রহমান।
চাঁচড়া ফাঁড়ির এএসআই মাসুম বিল্লাহ জানান,শুক্রবার ভোরে যশোর বেনাপোল সড়কের পুলের হাট এলাকায় একটি প্রাইভেট কারে তলাশশী চালানো হয়। এ সময় চালক সুজন মিয়া,পুলিশ সদস্য মফিজুর রহমান ও রাকিবুল ইসলামকে দেহ তল্লাশী করা হয়। এ সময় সুজন মিয়ার পকেট থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সুজন মিয়া রাকিবুল ইসলামকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। এবং পুলিশ সদস্য মফিজুর রহমানকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
Leave a Reply