শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন
রক্ত শূন্য শরিরের রক্ত চোষে
কাজী রকিবুল ইসলাম
প্রকৃতির সৌন্দর্য,গাছের ডালে কোকিল ডাকে কুহু কুহু,
মানুষ রূপি কোকিল স্বাার্থ দেখে চলে উদাহরণ আছে বহু।
হরেক রকম কোকিল আছে সোনার বাংলায়।
ভোট কোকিল ভেসে আসে ভোটের হাওয়া,
ভোট শেষে চিরতরে হারিয়ে যায়।
রাজনীতিতে জোট কোকিল আসে ক্ষমতার আশায়,
স্বার্থান্বেষী কোকিল স্বার্থ ফুরালে নেয় বিদায়।
সব কোকিল সব সময় খোঁজে নিজেরটাই নেয় বুঝে
একধরনের কোকিল আছে কবি সাহিত্যিক সাজে।
সাহিত্য সেবার নামে বাণিজ্য দেখে মরি লাজে,
লেখা চেয়ে লেখা নিয়ে সম্পাদক সে বাজে।
কৌশলে রক্ত শূন্য শরিরের রক্ত চোষে !
লেখক কপি না দিয়ে,বলে কিনতে হবে নগদ মুল্যে,
এই রক্ত চোষা কোকিল নিয়ে আছি বড় সংকটে
আরো অনেক ককিল আছে বলে সবাই অকপটে।
Leave a Reply