শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর নিউটাউন বালিকা বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেছেন, কারিগরি শিক্ষা সহজেই দেশকে এগিয়ে নিতে পারে। জীবন চলার পথে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক। আর সুন্দর ও ভাল মানুষ হতে ছাত্রীদের নৈতিক শিক্ষার প্রয়োজন। শুধুমাত্র জিপিএ-৫ পেলেই হবে না। ছাত্রীদের হাতে-কলমে ও নৈতিক শিক্ষার মাধ্যমে আর্দশ ও যুগপোযোগি মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাই কারিগরি শিক্ষার প্রতি শিক্ষকদের গুরুত্ব দিতে হবে। ছাত্রীদের সেইভাবে গড়ে তুলতে হবে। সোমবার স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। স্কুলের সভাপতি ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক, সহকারি শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি কাশেদুজ্জামান সেলিম, প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, সহকারী প্রধান শিক্ষক আরিফা আক্তার আলো, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও জেলা যুবলীগ নেতা মুনসুর আলম। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
Leave a Reply