শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে চেক জালিয়াতির পৃথক দু’ মামলায় এক ব্যক্তির দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৮৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়শা নাসরিন পৃথক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাসেম মেহেরপুর গাংনি থানার পরমদী গ্রামের মৃত আরোজউল্লা’র ছেলে। বর্তমানে খুলনা দৌলতপুর মধ্যডাঙ্গা নগর কুলি বাজার এলাকার মেসার্স কলি বেকারীর মালিক।
২০১২ সালের ১৫ আগস্ট যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের জয়েন্ট ট্রেডিং কর্পোঃ লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাফিজুর রহমান বাদী হয়ে চেক জালিয়াতির অভিযোগে যশোর আদালতে পৃথক দুটি মামলা করেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামি বাদীর প্রতিষ্ঠান থেকে বাকিতে পাট ক্রয় করেন। এক পর্যায় চুয়াল্লিশ আশি হাজার টাকা বাকি পরে যায়। পরে ওই টাকার অনুকুলে একটি চেক প্রদান করেন। কিন্তু সে চেক ডিজ অনার হয়। পরে উকিল নোটিশ সহ নানা ধরনের তাগিদ দিলেও আসামি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন এ মামলায় আসামিকে এক বছরের বিনা¤্রম কারাদন্ড ও ৪৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া একই অভিযোগে পৃথক আরো একটি চেক জালিয়াতির মামলায় আসামিকে এক বছরের বিনা¤্রম কারাদন্ড ও ৪৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।
Leave a Reply