বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
পৌরবাসীর অঙ্গিকার শহর রাখব পরিষ্কার’ শ্লোগানে তিন দিনব্যাপী প্রচারাভিযান সমাপ্ত

পৌরবাসীর অঙ্গিকার শহর রাখব পরিষ্কার’ শ্লোগানে তিন দিনব্যাপী প্রচারাভিযান সমাপ্ত

‘স্টাফ রিপোর্টার: পৌরবাসীর অঙ্গিকার শহর রাখব পরিষ্কার’ শ্লোগানে যশোরে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক প্রচারাভিযান সমাপ্ত হয়েছে। সামাজিক সংগঠন ‘গর্জে ওঠো’র উদ্যোগে যশোর পৌরসভার সহযোগিতায় এ প্রচারাভিযান হয়।

কর্মসূচির সমাপনী দিন সোমবার দুপুরে পৌর উদ্যানে প্রধান অতিথি মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, বাসযোগ্য শহরের অন্যতম শর্ত পরিষ্কার পরিচ্ছনতা। তাই পৌরবাসীকে বাসযোগ্য শহর উপহার দিতে পৌরকর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এটা একটা দুরূহ কাজ। কিন্ত নাগরিক সচেতনতা আর ইচ্ছেশক্তি থাকলে পরিচ্ছন্ন শহর উপহার দেয়া সম্ভব। তিনি সকলকে এব্যাপরে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, গর্জে ওঠো’র আহ্বায়ক কামাল মুস্তাফা, সদস্য সচিব বোরহান ইউসুফ, ইমদাদুল হক, জান্নাতুল প্রত্যাশা, সৈয়দ আব্দুল্লাহ, মাহমুদা খানম শিকদার, রোহিন তাজ, তন্ময় দত্ত প্রমুখ।

সমাপনী দিনে বিমানবন্দর মোড় থেকে পালবাড়ী, দড়াটানা থেকে রবীন্দ্রনাথ সড়ক (আরএন রোড), নেতাজি সুভাষ চন্দ্র রোড়ের চিত্রা মোড় থেকে এমএম আলী রোড, লালদিঘী এলাকা, বেজপাড়া এসএসটিপি স্কুল এলাকা হয়ে বস্তাপট্টি মোড়, রাঙামাটি গ্যারেজ হয়ে বারান্দীপাড়া এলাকা, ঈদগাহ মোড় থেকে স্টেডিয়াম সড়ক হয়ে আসাদ গেট, মাইকেল মধুসূদন মহা বিদ্যালয়, আপন মোড়, মুজিব সড়ক পেরিয়ে ষষ্টীতলা পাড়া, রাসেল স্কয়ার (চারখাম্বা মোড়) থেকে তালতলা কবরস্থান হয়ে নাজির শংকরপুর এলাকা। ঘোপ নওয়াপাড়া রোড, হাসপাতাল মোড় প্রভৃতি স্থানে প্রচারাভিযান চালানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »