রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: নড়াইলে সড়ক দুর্ঘটনায় তিন মৎস্য ব্যবসায়ী আহত হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে যশোর শহরতলী শংকরপুর বাবলাতলা এলাকার আলিম হোসেনের ছেলে আমির হোসেন (৫০),তার ছেলে জাকির হোনের (২১),ইমরান হোসেনের ছেলে বাদল হোসেন (২০)।
আহত জাকির জানান সোমবার সকালে যশোর থেকে মিনি ট্রাকে মাছের চারা নিয়ে বরিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান আহতদের মধ্যে বাদলের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
Leave a Reply