শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
শ্রমিক দিবস
সাবিদুর রেজা খান
শ্রমিক দিবস হলো
পহেলা মে
আজ শ্রমিকদের নিয়ে
কাজ করবে কে?
এই দিনে কোন শ্রমিক
কাজ করবে না
এই কথা যেন কেউ
অমান্য করবে না
সারাদিন শ্রমিকরা
কত কাজ করে
এইদিনে তাদের
ছুটি দিতে হবে
এই দিনে তাদের ছুটি দিলে
তারা একটু শান্তি পাবে
তারা শান্তি পেলে
পরের দিন খুশি মনে তারা
ভালো ভাবে কাজ করবে।
সাবিদুর রেজা খান
যশোর জিলা স্কুল
৪র্থ শ্রেণি(দিবা)
খ-শাখা
রোল:১২
Leave a Reply