শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে এক বিস্কুট ফ্যাক্টরীর মহিলা শ্রমিক রোকেয়া খাতুনকে উত্যাক্ত করা ও হত্যার হুমকি দিয়েছে এক সাংবাদিক। এ ঘটনায় মহিলা শ্রমিক বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় অভিযোগ করেছে।
অভিযোগে উল্লেখ করেছে বাদী যশোর সদরের ঝুমঝুমপুর বিসিক এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করে আসছিল। যাওয়া আসার পথে সাংবাদিক শিকদার খালিদের সাথে পরিচয় ঘটে। পরে সে ফ্লাক্সিলোডের দোকান থেকে মোবাইল নাম্বর সংগ্রহ করে কুপ্রস্তব দেয়। তার প্রস্তাবে রাজী না হওয়ায় বিভিন্ন ভাবে ভয়ভীতি ও অপহরণের হুককি দেয়। গত ২৯ এপ্রিল রাতে কাজ শেষ করে বাড়ি ফেরারের পথে গাড়ীখানা এলাকায় পৌছালে
শিকদার খালিদ কুপ্রস্তব দেয়। রোকেয়া খাতুন তার প্রস্তাবে রাজি না হওয়ায় বেধড়ক মারপিট করে এবং হত্যার হুককি দেয়। এ সময় সে কৌশলে পালিয়ে যায়। ৩০ এপ্রিল যশোর কোতয়ালি থানায় অভিযোগ করে মহিলা শ্রমিক রোকেয়া খাতুন।
এ ঘটনায় শনিবার সকালে হতদরিদ্র মহিলা জনগোষ্ঠীর উদ্যোগে খালিদের অত্যাচারে বিচারের দাবিতে বিক্ষোব মিছিল ও রিফলেট বিতরণ করে। বিক্ষোব মিছিলটি শহরের গাড়িখানা থেকে শুরু করে। মিছিলটি দড়াটানা হয়ে প্রেসক্লাব যশোওে সামনে দিয়ে মাইকপট্টি হয়ে যশোর কোতয়ালি থানার সামনে শেষ হয়।
Leave a Reply