শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক উপদেষ্টা ড.গওহর রিজভী বলেছেন,দেশে দুর্নীতি থাকলে দারিদ্র্য দূর করা সম্ভব হবে না। টেকসই উন্নয়ন বাস্তবায়ন হবে না। টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। নারী-পুরুষ বৈষম্য ও নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে।
বৃহস্পতিবার জিলা স্কুল অডিটোরিয়ামে যশোরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,দেশের উন্নয়নে মহিলা,পরুষ,শিশু,গরিব,বয়স্ক,যুবক কাউকে ভিন্নভাবে রেখে উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ও বস্ত্রসহ সকল সুযোগ সুবিধায় সবাইকে সমান সুযোগ দিতে হবে। তবেই মিলিনিয়াম ডেভেলপন্টে গোল্ড অর্জন হবে।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক আবদুল আওয়াল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য,সংসদ সদস্য ইসমাত আরা সাদেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। পরে প্রধান অতিথি ১১ ক্ষদ্র নৃগোষ্ঠির জমির দলিল,শার্শার স্কুল ছাত্রীর নিপার ২ লাখ টাকা, শার্শার ভূমি অফিসের পিয়ন মুরাদের স্ত্রীর ৩ লাখ টাকা ও ভূমিহীন মুন্না ও তার মেয়ে মাওয়ার বাড়ির ডিজাইন ও জমির দলিল প্রদান করেন।
Leave a Reply