সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন
আমরা জাতীতে শ্রমিক
তাই কাজ করি
উচ্চ বিত্তদের সম্পদ গড়তে
ভোগের রসদ জোগাড় করতে
মাথার ঘাম পায়ে ফেলি |
আমরা জাতীতে শ্রমিক
তাই কাজ করি
উচ্চ বিত্তদের বিলাসী জীবনের
নিশ্চয়তা দিতে
কাড়ি কাড়ি টাকা হাতে তুলে দিতে
মাথার ঘাম পায়ে ফেলি |
আমরা জাতীতে শ্রমিক
তাই কাজ করি
উচ্চ বিত্তদের সুখে রাখাতে
ভাল রাখাতে টেন্ডার নিয়েছি
তাই মাথার ঘাম পায়ে ফেলি |
Leave a Reply