শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর চাঁচড়া এলাকার নুসরত মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগ করেছে কে বা কারা। এতে প্রায় ১০ লাখ টাকার পাঙ্গাস মাছের পোনা মারা গেছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চ্যালের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে হ্যাচারির মালিক রাশেদ জানান,গত ২৯ এপ্রিল পরিচিত পদ্ম মৎস খামারের মালিক রবিউল ইসলাম ১০ লাখ টাকা মূল্যের পাঙ্গাস মাছের পোনা
তার হ্যাচারিতে রেখে যায়। ওই পোনা আজ কুমিল্লায় পাঠানোর জন্য হ্যাচারিতে এসে দেখেন সব পোনা মরে ভেসে রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চ্যালের সৃষ্টি হয়েছে। এতে বড় ক্ষতি দেখতে ঘটনা স্থলে হাজার হাজার মানুষ উপস্থিত হয়।
হ্যাচারি মালিক রাশেদ জানান তার লোকজন সকাল ৮টার দিকে পোনাগুলো দেখতে আসে হ্যাচারিতে। এ সময় তারা দেখে পাঙ্গাস মাছের পোনা মরে ভেসে রয়েছে।কে বা কারা ওই খামারে বিষ প্রয়োগ করেছে। মৎস্য কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি বাবলু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেছেন,সমিতির সকল সদস্যদের নিয়ে আজ বুধবার রাতে আলোচনা করা হবে।
Leave a Reply