রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৪:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর মণিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। সে উপজেলার প্রতাপকাঠি গ্রামের মৃত সুরেন সেনের ছেলে। এ সময় আহত হয়েছেন অপর এক ভাইসহ ৩ জন। পুলিশ ঘটনা স্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ জানান,মণিরামপুর উপজেলা ঢাকুরিয়া প্রতাপকাটি গ্রামের দাসপাড়া মোড়ে নিহতসহ চার ভাই সেচ কাজের জন্যে পাম্প বসায়। চুক্তি ছিল প্রত্যেক ভাই এক বছর করে চালাবেন। চুক্তি ভঙ্গের কারণে রোববার সকালে নিহতের সাথে বড় ভাইয়ের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই মদন ছোট ভাই যাবদকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ সময় স্থানীয় ডাক্তার এসে তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ হাসপাতালের মর্গে পাঠায়।
Leave a Reply