মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার ঘটনায় যশোর আদালতে হওয়া মামলা ভিন্নখাতে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করে মামলার বাদী রোববার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি,যুগ্ম-আহ্বায়ক রেজওয়ান হোসেন মিথুন,সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল,সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম হোসেন,সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত তরুণ,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুর রহমান সাগর,সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোমেল হোসেন প্রমুখ।
ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল লিখিত বক্তব্যে বলেন,অভিযুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন তার পদের প্রভাব খাটিয়ে মামলাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টার করছেন। একই সাথে তিনি আমাকে বিভিন্নভাবে হয়রাণি করার পাশাপাশি মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।
আরও বলেন যবিপ্রবি কর্তৃপক্ষ ২০১৮ ও২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আপত্তিকরভাবে উপস্থাপন করে। একাধিকবার এ ঘটনা ঘটানোর কারণে গত ১৪ জানুয়ারি আমি যশোর আদালতে বঙ্গবন্ধু পরিবারের মানহানির অভিযোগে যশোর আদালতে ৫০০ কোটি টাকার একটি মামলা করেছিলাম। একই দিন আমার বিরুদ্ধে আপত্তিকর তথ্য সরবরাহ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের বিরুদ্ধে আরো একটি মানহানির মামলা করি। মামলা দুইটির কোন অগ্রগতি হয়নি।
Leave a Reply