সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ন
বিশ্ব দালাল
কাজী রকিবুল ইসলাম
আমি দালাল, আসলেও দালাল। তবে পারিশ্রমিক বিহীন দালাল
কেউ যদি পারো ধর, মার, খুলে নেও আমার ছাল
কলিজাটা বের করে ছিড়ে ফেঁড়ে লাগিয়ে দেও ঝাল
তবুও বলবো, আমি দালাল, পারলে ঠেলা সামলাও।
আমি দালাল, এই স্বাধীন বাংলাদেশের দালাল
ত্রিশলক্ষ শহীদের দালাল, তিনলক্ষ মা বোনের সম্ভ্রমের দালাল
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব‘র দালাল।
আমি নির্যাতিত নিপীড়িত লাঞ্চিত-বঞ্চিত মানুষের পক্ষের দালাল.
ধর্ষিত,লাঞ্চিত,মৃত মা বোনের সুবিচারের জন্য দালালি করি,আমি দালাল।
আরাকানে হত্যা,ধর্ষণ এবং মাতৃভূমি থেকে বিতাড়িত
রোহিঙ্গাদের অধিকারের জন্য দালালি করে দালাল ।
কাশ্মীরে শান্তির জন্য দালালি করি- আমি দালাল
আফগানিস্তানে শান্তি চেয়ে দালালি করে দালাল
ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য কথা বলে দালাল।
আমি সন্ত্রাসমুক্ত বিশে^র জন্য দালালি করে হতে চাই। বিশ্ব দালাল
মানুষ মানবতার জন্য দালালি করেই হবো দালাল।
Leave a Reply