শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে যৌতুক মামলায় গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। মঙ্গলবার মো.মঞ্জুরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত গোলাম মোস্তফা সাতক্ষীরা কলারোয়া থানার নাকিলা গ্রামের আব্দুর রশীদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২১ জুলাই আসামি গোলাম মোস্তফা যশোরের শার্শার বামুনিয়া গ্রামের মোহর আলীর মেয়ে সিমা খাতুনকে বিয়ে করে। বিয়ের সময় গোলাম মোস্তফাকে সাংসারের যাবতীয় মালামাল দেয়া হয়। কিছু দিন যেতে না যেতে আসামি তার স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। ২০১৮ সালের ২৫ এপ্রিল যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় সিমা খাতুনকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। মীমাংসায় ব্যথ হয়ে সিমা খাতুন বাদী হয়ে ওই বছরের ১৬ মে আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত গোলাম মোস্তফা পলাতক রয়েছে।
Leave a Reply