মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুরের কাশিমপুর গ্রামের গৃহবধূ রুনা বেগম হত্যা মামলায় আটক স্বামী তহিদ মোড়লের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.সাইফুদ্দীন আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। তহিদ মোড়ল কাশিমপুর গ্রামের আনোয়ার মোড়লের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, এক যুগ আগে খুলনা ডুমুরিয়ার সাহস গ্রামের আমজাদ জোয়াদ্দারের মেয়ে রুনা বেগমকে আসামি তহিদ মোড়ল বিয়ে করে। ২০১৮ সালের ৫ জুলাই সকালে রুনার শ্বশুর বাড়ির লোকজন ফোন করে জানায় রুনা স্টোক করে মারা গেছে। রুনার শ্বশুর বাড়ি যেয়ে লাশ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ সংবাদ দেয়া হয়। কেশবপুর থানা পুলিশ লাশে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তে রুনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে রিপোর্ট পাওয়ার পর গত ১৭ এপ্রিল নিহতের ভাই আরমান জোয়ার্দ্দার অপরিচিত ব্যক্তিদের আসামি করে কেশবপুর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে নিহতের স্বামী তৌহিদ মোড়লকে গত বৃহস্পতিবার আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply