শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রালের প্রাক অ্যাসেম্বলি শুক্রবার শহরের বাঁচতে শেখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট মোস্তফা আলীর সভাপতিত্বে অ্যাসেম্বলিতে ট্রেইনার ছিলেন ক্লাবের জিএসআর শফিউর রহমান মল্লিক, পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাবলু, পিপি যোগেশ চন্দ্র দত্ত, আইপিপি মোর্তুজা আলী। ট্রেনিং সেশন পরিচালনা করেন এসিসটেন্ট গভর্ণর জাহিদ আহমেদ লিটন। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, এসিসটেন্ট গভর্ণর ইলেক্ট জিল্লুর রহমান ও আব্দুল আলীম, প্রেসিডেন্ট ইলেক্ট কাজী শাহেদুচ্ছালাম, সেক্রেটারি ইলেক্ট জাকির হোসেন রিপন, ক্লাবের সদস্য রফিকুল ইলামসহ সদস্যরা।
Leave a Reply