মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থীসহ একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম হরেছে দুর্বৃত্তরা । গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের পপি খাতুন (১৯)। তিনি ওই গ্রামের কামরুল ইসলামের মেয়ে ও সিটি কলেজের এইচএসসি বর্ষের শিক্ষার্থী। তার মা রহিমা খাতুন (৫০) ও বোন রেবা খাতুন (২৭)।
আহত পপি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে তাদের বাড়ির আলু গাছ প্রতিবেশি শাওনদের ছাগলে নষ্ট করে। বিকাল পাঁচ টার দিকে তিনি সাওনের বাড়িতে যেয়ে ছাগলটি বেধে রাখার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয় সাওন। বিকাল সাড়ে পাঁচ টার দিকে সাওনের নেতৃত্বে শ্যায়লা, রাজিয়া সুলতানাসহ ছয় সাত জন তাদের বাড়িতে হামলাকরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে পরিবারের অন্যে সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply