শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ৫দিন ব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান শনিবার দুপুরে জেনারেল হাসপাতালের সভা কক্ষে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন হাসপাতাল তত্বাবধায়ক ডা.আবুল কালাম আজাদ। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.দিলিপ কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.আমিনুর রহমান। অন্যান্যে বক্তব্য রাখেন,যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আরিফ আহমেদ,স্বাস্থ্য সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ডা.আব্দুল রহিম মোড়ল,ডা.বাপ্পী কবি শেখর প্রমুখ।
যশোর ৫দিন ব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ব্যাপক আড়ম্বোরের মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে। উল্লেখ্য: গত ১৬ এপ্রিল যশোর জেলা প্রশাসকের কার্যলয়ে উদ্ধোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
Leave a Reply