মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ বলেছেন দেশে উন্নয়নের মহাজোয়ার শুরু হয়েছে। এ মহাজোয়ারে যশোর কোন অংশে পিছিয়ে নেয়। তার সবচেয়ে বড় উদাহরণ হলো ভৈরব নদী ও অবৈধ দখল মুক্ত করা।
যশোর সদরের দৌলৎদিহি গ্রামে কৃতি শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন দৌলৎদিহি শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাসান মিন্টু,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল ইসলাম মন্টু ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তালেব,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা মধু, সদস্য ফরিদুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবু মাসউদ,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর কবীর বিজু,এমএম কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন,ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জুম্মান হোসেন,যশোর কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,ভাল ফলাফল অর্জন করলে যেমন তোমরা সম্মানিত হতে পারবে তেমনি ফলাফল খারাপ হলে তার দায়ভার তোমাদেরই নিতে হবে। তাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। ঠিকঠাক লেখাপড়া করলে নিজের অবস্থান তৈরী হবে। পাশাপশি দেশ ও জাতির সম্মান বজায় রাখবে।
Leave a Reply