সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুকে শ্রেষ্ঠ সন্তান পদক শনিবার জয়তী সোসাইটির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানকি ভাবে সম্মননা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করনে এ্যাড: সালেহা বেগম। এ সময় প্রধান অতিথি হসিবেে উপস্থতি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হসিবেে উপস্থতি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।। বক্তব্য রাখেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন,সত্যপাঠের সম্পাদক হারুন-অর-রশিদ,জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস ইভা,সিরিয়া সুলতানা ও জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ প্রমুখ।
Leave a Reply