শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর কোতয়ালী থানার পুলিশ শহরে অভিযান চালায়। এ সময় তিন বোতল ফেনসিডিলসহ সহকারি অধ্যাপক মোয়াজ্জেম হোসেনকে আটক করে। তিনি উপশহর মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক।
শুক্রবার দুপুরে কোতয়ালী থানার এসআই হাসানুজ্জামান জানান যশোর শিক্ষাবোর্ডের সামনে থেকে সহকারি অধ্যাপক মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সহকারি অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের আটকের ঘটনাটি কোতয়ালী থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply