শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরের ভৈরব নদসহ সব নদ-নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে শহরে মানববন্ধন করেছে গ্রীন ভয়েজ নামে একটি সংগঠন। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি ।
মানববন্ধন বক্তব্য রাখেন আজিজুল হক মনি, ওয়ার্কাস পার্টির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, অধ্যাপক আবু সাঈদ, আজিজুর রহমান, শাহজাহান নান্নু, সুকান্ত দাস, বনি আমিন প্রমুখ। মানববন্ধন থেকে যশোরের ভৈরব নদসহ সব নদ-নদী দখলমুক্ত করে স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনার দাবি তোলা হয়। এছাড়া নদী দূষণ রোধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি করেন বক্তারা।
Leave a Reply