শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে সোহাগ পরিবহনে দুর্ঘটনায় শিকার আবুল কালাম আজাদকে সুচিকিৎসার ব্যবস্থা জন্যে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন আহত আজাদের শিশু সন্তান তানভির রহমান। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে শিশু সন্তান তানভির রহমান সংবাদ সম্মেলনে করে এ অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আহত আবুল কালাম আজাদের ছেলে আবির রহমান,ছোট ভাই বিল্লাল হোসেন,আলিউল্লাহার স্ত্রী তৃষ্ণা ও মেয়ে বিভা।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে গত ১২ এপ্রিল শুক্রবার যশোরের খাজুরায় ভাটারামপুরে তার বাবা সোহাগ পরিবহনের ধাক্কায় চাচাতো ভাই আলিউল্লাহার মৃত্যু হয়।এ সময় তার বাবা মারাত্মক আহত হয়। বর্তমানে তার বাবা ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিদিন ১ লাখ ২০ হাজার টাকা খরচ হচ্ছে। সোহাগ পরিবহন কর্তৃপক্ষ কোন আর্থিক সহযোগিতা করেনি। এ অবস্থায় বাবার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। বাবার সুচিকিৎসার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পাশে দাঁড়ানোর জন্য শিশু তানভির এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
Leave a Reply