রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ অপরাহ্ন
সটাফ রিপোর্টার: যশোরে চাঞ্চল্যকর রিপা হত্যা মামলায় আটক রফিকুল ইসলামের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রফিকুল যশোর সদর উপজেলার বাগডাঙা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তাকে গত ১৪ এপ্রিল পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ডের পেক্ষিতে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের দাবী, রিপা নিখোঁজ হওয়ার আগে রফিকুলের সাথে বহুবার দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে কথা হয়েছে। তাকে জিঞ্জাসাবাদ হত্যার রহস্য উদঘাটন হবে বলে তাদের দাবী।
গত ৮ এপ্রিল বিকেলে যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গার একটি বাওড়ের ধান ক্ষেত থেকে রিপা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।এর আগে যশোরে ধানক্ষেত থেকে রিপার লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা ঝিকরগাছার বিষেহরি গ্রামের মোশারফ মিয়া বাদী হয়ে স্বামী বাগডাঙ্গা গ্রামের তক্কেল আলীর ছেলে ইমরান ও তার মা রিজিয়া বেগম ওরফে সুন্দরী সহ অজ্ঞাত পরিচয়ে দুই-তিনজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন।
মামলায় উল্লেখকরা হয়, ১০ বছর আগে রিপার ইমরানের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে নির্যাতন করতো। এরমধ্যে ইমরান দ্বিতীয় বিয়ে কর। বিয়ের পরে স্বামী নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এ অবস্থায় রিপা তার বাবাকে জানায় স্বামীর সংসার করা সম্ভব হচ্ছেনা। কয়েকদিন রিপা তার বাবাকে নিয়ে যাওয়ার জন্যে অনুরোধও করে।
সোমবার রাত ৮টার দিকে প্রতিবেশীর ফোন পেয়ে ইমরানের বাড়িতে যায় মোশারফ হোসেন। জামাই ইমরানের বাড়ির পাশে এক ধান ক্ষেত থেকে পুলিশ রিপার মৃতদেহ উদ্ধার করা হয়। বাবার অভিযোগ স্বামীর পরিবার রিপাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে তার লাশ ধানক্ষেতে ফেলে দেয়।
Leave a Reply