মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন
সটাফ রিপোর্টার: যশোরে মেলার নামে বিভিন্ন পণ্যের বিক্রয় কেন্দ্র খোলার প্রতিবাদে ব্যবসায়ী সমিতি জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছে। বুধবার বিকেলে যশোরে ব্যবসায়ী সমিতির নেতৃত্বে স্মারক লিপি প্রদান করে।
স্মারক লিপিতে উলে¬খ করা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী প্রতিটি জেলায় মেলা হয়ে থাকে। যা ব্যবসায়ীদের ব্যবসায় কোন হুমকির সৃষ্টি করে না। যশোর শহরের গাড়িখানায় প্রতিবছরে ২/৩ বার মেলার নামে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি চলছে। ইতোমধ্যে রমজান মাসে কোন মেলা হয় না। ব্যবসায়ী সমাজ সারা বছর ওই মাসটার জন্যে অপেক্ষায় থাকে। এ মাসে সর্বোচ্চ ব্যবসার মাস হিসেবে ব্যবসায়ীরা সকল লোকসান উঠাতে সক্ষম হয়। হাজার হাজার পরিবারের অন্ন সংস্থান হয় ব্যবসায়ীদের দিয়ে। যার কারণে রমজানের ৩ মাস আগে ওই মেলা শুরু হলে ব্যবসায়ীদের ক্ষতি হয় না। তবে রমজান মাসে এ মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। যা ব্যবসায়ীদের বেঁচে থাকার কোন বিকল্প থাকবে না। তাই গাড়ীখানায় ওই মেলা স্থগিত করে ব্যবসায়ীদের বেঁচে থাকার জন্য সুযোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
মেলায় যশোর শহরের ছিটকাপড় ব্যবসায়ী মালিক সমিতি, শাড়ি কাপড় ব্যবসায়ী সমিতি, কাপুড়িয়া পট্টি তেরি পোষাক মালিক সমিতি, জেসটাওয়ার সাধারণ ব্যবসায়ী সমিতি, চশমার দোকান মালিক সমিতি, পাদুকা সমিতি, জনতা সুপার মার্কেট সমিতি, সিটি প¬াজা সমিতি, হাটচান্নী সমিতি, বেডসিটি সমিতির সভাপতি সম্পাদকসহ অর্ধশতাধিক সমিতির নেতৃবৃন্দ স্বাক্ষরিত স্মারক লিপি জেলা প্রশাসককে দেয়া হয়েছে।
Leave a Reply