রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন
সটাফ রিপোর্টার: যশোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।কর্মসুচীর মধ্যেছিল র্যালি, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ও আলোচনা সভা।
বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার,জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্বপন,প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
Leave a Reply