মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন
সটাফ রিপোর্টার: যশোর জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার আশরাফ হোসেন মঞ্জু ও কর্মচারী এজাজের নামে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার আরবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মহাসিন সরদার বাদী হয়ে মামলাটি করেন। অতিরিক্ত চীফ চুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন বিষয়টি আমলে নিয়ে কোতোয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলায় বাদী উল্লেখ করেন, পানি নিস্কাশনের জন্য যশোর টু ছুটিপুর সড়কের ডানপাশদিয়ে সরকারী ড্রেন তৈরী করেছে সরকার। কিন্তু হঠাৎ করে আইনগত নোটিশ কিংবা জনপ্রতিনিধিদের না জানিয়ে আসামিরা ধর্মতলা মোড় এলাকায় আজহারুল ইসলাম কমপ্লেক্স ও জরি মঞ্জিলের সামনে সরকারী রাস্তার পার্শ¦ বরাবর ড্রেনের উপর দোকান নির্মানের কাজশুরু করে। এসময় বাদী ড্রেনের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে আসামিদেরকে অবগত করেন। ইতোমধ্যে ১৩টি দোকানের লিংটন পর্যন্ত কাজ হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। দোকানের কাজ করার সময় বিভিন্ন ধরনের ইট বালিতে ড্রেন ভরাট হয়ে যায়। এতে করে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বাদী গত ১৩ এপ্রিল আসামিদের কাছে যায়। সেসময় তিনি আসামিদের ড্রেনটি পানি নিস্কাশনের উপযোগী করে দেওয়অর জন্য অনুরোধ জানান। এসময় সার্ভেয়ার মঞ্জু এ বিষয়ে তারা কিছুই করতে পারবেনা এবং এটা তাদের দেখার বিষয় না বলে শ্রেফ জানিয়ে দেন। এসময় আরেক আসামি এজাজ বাদীকে এসব বিষয়ে কথা বললে খুন জখমের হুমকি দেন। এঘটনায় বাদী আদালতে মামলা করেন।
Leave a Reply