সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন
সটাফ রিপোর্টার: যশোরে ‘স্বাধীন আলো ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সংগঠনের সভাপতি ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এই শাড়ি বিতরণ করেন।
বিকালে আনোয়ার হোসেন বিপুল সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে সরকারিভাবে গড়ে ওঠা বিদ্যাশ্রম ‘হোম ওল্ড কেয়ার’ সেন্টারে যান। এ সময় তিনি সেখানকার বাসিন্দাদের সাথে বেশ কিছু সময় কাটান ও তাদের বিভিন্ন খোঁজখবর নেন। পরে বৃদ্ধাশ্রমের সব মায়েদের শাড়ি দেন।
এ সময় স্বাধীন আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ারা আজমিরা এরিন, নাজনীন নাহার মিতুসহ সংগঠনটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply