মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “স্বাস্থ্যসেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গীকার”এ প্রতিপাদ্যকে নিয়ে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও প্রতিটি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় মঙ্গলবার দুপুরে যশোরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃদিলিপ কুমার রায়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃআবুল কালাম আজাদ লিটু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃমুন্সি মনোয়ার হোসেন তাপস,জেলা বি.এম.এর সাধারণ সম্পাদক ডাঃএম এ বাশার,সিনিয়র মেডিকেল শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন,জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য,জেলা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ রেহেনেওয়াজ,সিভিল সার্জন ডি.আর,এস ডাঃ মীর আবু মাউদ প্রমুখ। জেলা প্রশাসনের কার্যলয় প্রাঙ্গণে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ বেলুন উড়িয়ে উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল। অনুষ্ঠান সঞ্চালন করনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ হারুন অর রশিদ।
Leave a Reply