শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) কার্য নির্বাহী কমিটির এক সভা সোমবার দুপুর ১২ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদ জয়। সংগঠনের সাধারন সম্পাদক আকরামুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুর্শিদুল আজিম হিরু, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান মনি ও নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান সাইফ । সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ফান্ড গঠনসহ গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেয়া করা হয়। এছাড়া সংগঠনের কার্য নির্বাহী কমিটির নেতৃত্বে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পর সুবিধাজনক সময়ে দেশে বা দেশের বাইরে একটি ভ্রমনের যাওয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply