শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা’ যশোর জেলা শাখার সাবেক সহ-দপ্তর সম্পাদক,জাগপা যশোর প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যুকাল জাগপা’র পতাকা তলে থেকে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথের সক্রিয় ভুমিকা পালন করে আসছিল। জাগপা নেতা মরহুম মিল্টন গাজীর” ১ম মৃত্যু বার্ষিকী বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে গণতান্ত্রিক পার্টি-জাগপা” যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি,খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নিজামদ্দিন অমিত
যশোর সদর আরবপুর ইউনিয়নের বিপতেঙ্গালী গ্রামে মিল্টন গাজীর সমাধীতে পুষ্পমাল্য অর্পন করেন করেন ত্ত বিদায়ী আতœার মাগফেরাত কামনার করেন। এ সময় উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলার সাধারন সম্পাদক কামাল চৌধুরী,সহ-সভাপতি ইদ্রীস মৃধা,সাংগঠিক সম্পাদক আনোয়ার হোসেন মধু,প্রচার সম্পাদক শাহাজান মল্লিক,জাগপা নেতা,আঃ জব্বার,রফিকুল ইসলাম রফিক,রেজোয়ান বাবু,আমিনুর রহমান,সোহানুর রহমান সোহেল,সৌরভ বিশ্বাস,মিলন বিশ্বাস,বাবু গাজী,আঃকাদের গাজী,তালেব মোল্লা,দাউদ গাজী,জুয়েল হোসেন প্রমুখ।
পরে বাদ আসর যশোর রেলগেট জামে মসজিদে জাগপা যশোরের উদ্যোগে মিল্টন গাজীর বিদায়ী আতœার প্রতি বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply