রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
জয় ডেক্স: এই গরমে অফিস হোক বা নিজের ঘর এসি ছাড়া যেন থাকাই কঠিন। গরমে এসি খানিক স্বস্তি দেয় ঠিকই কিন্তু মাসের শেষে বিদ্যুতের বিল একেবারেই শান্তি দেয় না। তাই জানতে হবে এমন কৌশল যাতে এসির বাতাসও খাওয়া হবে আবার বিদ্যুতের বিলও বাঁচবে।
তার জন্য প্রথমেই সতর্ক হতে হবে এসি কেনার সময়ে। যত বেশি স্টার তত কম বিদ্যুৎ খরচ। পাশাপাশি স্টার রেটিং যত বেশি হবে, ততই বাড়বে এসির দাম। তাই অনেকেই ফাইভ স্টার এসি কেনার চেষ্টা করেন। কিন্তু সব সময় ফাইভ স্টার এসি কেনার দরকার হয় না।
সির তাপমাত্রা অবশ্যই ২৪ থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখবেন। এসি যত কম তাপমাত্রায় চালানো হবে, তত বেশি চাপ পড়বে কম্প্রেশারে। আর বাড়বে বিলের বোঝা।
রাতে স্লিপ মোডে চালান এসি এতে বিদ্যুৎ অপচয় কমবে। সকালের দিকে এসি বন্ধ করে দেয়ার অভ্যাস তৈরি করুন। রাতে পাঁচ ঘণ্টা এসি চললে পরবর্তী কিছুক্ষণ এসি ছাড়া থাকাই যায়।
এসি পুরনো হয়ে গেলে তা বদলে নেয়া একটি ভাল কৌশল হতে পারে। পুরনো এসিগুলো সে রকম বিদ্যুৎ সাশ্রয়ী নয়।
এসির ফিল্টারটি নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার করতেই হবে।
এসিতে টাইমার ব্যবহার করুন যাতে ঘর ঠাণ্ডা হয়ে গেলে নিজ থেকেই বন্ধ হয়ে যায়।
আপনার সিলিং ফ্যানটিকেও ব্যবহার করুন এসির পাশাপাশি।
দিনের বেলা ঘরে তাপ ঢোকার জায়গাগুলো বন্ধ করুন।
সুত্র:সকালের সময়
Leave a Reply