সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নুসরাত জাহান রাফি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার যশোর জেলা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন ছাত্রফন্টের জেলা সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ পাল, এম এম কলেজ শাখা সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার মনিষা প্রমুখ।
এ সময় বক্তরা বলেন ফেনীর সোনাইগাজী মাদ্রাসার আলীম পরীক্ষার্থী নুসরাত। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌল্লা তার অপকর্ম আড়াল করতে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করে। হত্যার সাথে জড়িতদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহবান করেন।
Leave a Reply