রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বুধবার সকালে বিজিবির যশোর রিজিয়ন আন্ত:ব্যাটালিয়ন বক্সি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনা ও কুষ্টিয়া সেক্টরের ৭টি ব্যাটিলিয়নের খেলোয়াড় অংশ গ্রহণ করে।
এ প্রতিযোগিতায় ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৫ টি স্বর্ণ,৩ টি রৌপ্য ও ৩ টি তামা পদক পেয়ে ‘চ্যা¤িপয়ন’হয়েছে। ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২ টি স্বর্ণ,৩ টি রৌপ্য ও ৩ টি তামা পদক পেয়ে ‘রানার আপ’ হয়।
যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান পুরস্কার বিতরণ তুলে দেন।
Leave a Reply