শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন
জয় ডেক্স: ইলেকট্রনিক করদাতা শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিবন্ধন করার পরও আয়কর রিটার্ন জমা দেন না এমন ব্যক্তিদের জরিমানা করা হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
সব টিআইএনধারীকে বার্ষিক রিটার্ন জমা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, করের আওতায় থাকা ব্যক্তির সংখ্যা ৪০ লাখ অথচ রিটার্ন জমা দেন মাত্র ১৮ লাখ। এ চিত্র খুবই হতাশাজনক।
ই-টিআইএন নেওয়ার পর যারা রিটার্ন দেবেন না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আগামী বাজেটে জরিমানার চিন্তাভাবনা চলছে বলে তিনি উল্লেখ করেন। আয়কর খাতে কিছু সংস্কার করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন মোশাররফ হোসেন। বিকেলে ফরেন চেম্বারের সঙ্গে এবং সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতি, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও প্রাইস ওয়াটারহাউস কুপার্সের সঙ্গে আলোচনা হয়।
সকালের আলোচনায় কালো টাকার উৎস বন্ধ ও টাকা পাচার ঠেকাতে আইন আরও কঠোর করার তাগিদ দেন অর্থনীতিবিদরা।
সুত্র:সকালের সময়
Leave a Reply