মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন
বেনাপোল সংবাদদাতা: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি’র) অধীনস্থ যশোর জেলার সীমান্তবর্তী পুটখালী বিওপি’র একটি টহলদল বুধবার গভীর রাত ৩ টায় দক্ষিণ বারোপোতা থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামে রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি’র সূত্রগুলো জানায়,বুধবার রাত ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত দক্ষিণ বারোপোতা কাঁচা রাস্তার উপর থেকে জাহিদ হাসানকে গ্রেফতার করে। পরে তার দখল হতে উল্লেখিত পরিমানের ফেনসিডিল উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা দু’জন পালিয়ে যায় বলে বিজিবি’র সূত্রগুলো দাবি করেছেন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply