মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপের্টার: যশোর ডিবি পুলিশ শহরের বিমান অফিস মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে যশোর সদরের আরবপুর দিঘীর পাড়ের মৃত রফিকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম,পুরাতন কসবা এলাকার মুক্তার মোল্যার ছেলে হাফিজ ও সদররের দাইতলার গ্রামের মৃত আবু বক্কর শেখের ছেলে মনিরুজ্জামান।
ডিবি পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে শহরের বিমান অফিস মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম, হাফিজ ও মনিরুজ্জামানকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে এক হাজার দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
Leave a Reply