শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
স্টাফ রিপের্টার: যশোর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা সদরের দেয়াড়া, আরবপুর, চাঁচড়া ও নওয়াপাড়া ইউনিয়নে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন বিপুল ও নুরজাহান ইসলাম নীরা দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান আনিসের সাথে মতবিনিময় করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী,যুবলীগের সভাপতি ইয়ারুল হক জুয়েল,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,কৃষক লীগের সভাপতি সেলিম রেজা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু,ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম মানিক,যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে আরবপুর ইউনিয়ন, চাঁচড়া,নওয়াপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতনিনিময় করেন।এর আগে হৈবতপুর,উপশহর ও লেবুতলা ইউনিয়ন,ফতেপুর,কচুয়া,নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়নে মতবিনিময় করেন।
Leave a Reply