শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: মণিরামপুরে পানিতে ডুবে সোলাইমান হোসেন (৫) ও মোস্তাকিম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার কুয়াদা মোল্লাডাঙ্গা ও ঝাঁপায় পৃথক ঘটনা দুটি ঘটে।
নিহত সুলাইমান কুয়াদা মোল্যাডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের এবং মোস্তাকিম ঝাঁপা উত্তরপাড়া এলাকার মোশারেফ সরদারের ছেলে। গ্রামবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুর থেকে সোলাইমানকে খুঁজে পাচ্ছিলেন না বাড়ির লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরপাড়ে তার পরনের লুঙি দেখতে পান স্বজনরা। পরে পুকুরে নেমে শিশুটিকে পাওয়া যায়।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সন্ধ্যায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ বসু বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে রোববার সকালে বাড়িতে খেলার একপর্যায়ে নিখোঁজ হয় শিশু মোস্তাকিম। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মা সুমি খাতুন বাড়ির পাশে পুকুরে নেমে ছেলের মৃতদেহ উদ্ধার করেন।
Leave a Reply