রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার’কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিজামদ্দিন অমিত ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত বলেছেন স্বাধীনতার ৪৮ বছর পার হলেত্ত আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে,স্বাধীনতা স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিনা চ্যালেঞ্জে আমাদের উপর চাপিয়ে দেওয়া জালিমশাহীর কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা,গণতন্ত্র অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৮০ সালের ৬ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা গঠন করা হয়। শনিবার বিকালে যশোর বড় বাজার হাটচান্নি মার্কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন,জাগপা যশোর জেলার সাধারণ সম্পাদক কামাল চৌধুরী। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন,জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার,সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান,শেখ কায়েম আলী, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক,দপ্তর সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম,অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা,সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ কাজী,সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু,সহ দপ্তর সম্পাদক
ইলিয়াস হোসেন,জাগপা নেতা,আব্দুল জব্বার,আব্দুল্লাহ আল মামুন,মুকুল শেখ, রফিকুল ইসলাম রফিক,জিয়াউর রহমান ভান্ডারী,মুজিবুর রহমান,মঞ্জুর গাজী,মঞ্জুর রহমান,জহিরুল ইসলাম,রেজোয়ান বাবু ,আনোয়ার শিকদার, আল-আমিন হোসেন,ফসিয়ার রহমান নাসির উদ্দিন বাবু,নজরুল ইসলাম, সুরুজ খান,আমিনুর রহমান,বাবু বিশ্বাস,ইমাম হোসেন,সৌরভ বিশ্বাস,মতিউর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আনোয়ার হোসেন মধু। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এর আগে
জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধান,প্রধানের পতœী, প্রয়াত অধ্যাপিকা রেহানা প্রধান,জাগপা যশোর জেলার আহবায়ক মরহুম জহির উদ্দিন আকবর মানিক,জাগপা জেলার সাবেক সহ-সভাপতি স্বর্গীয় কার্তিক চন্দ্র পাল ত্রবং জাগপা জেলার সাবেক সহ দপ্তর সম্পাদক মরহুম মিল্টন গাজীর বিদায়ী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়।
Leave a Reply