শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
জয় ডেক্স: ছবির ক্রিস গেইলে যে ৪০ বছরের গেইল নন তা বেশ স্পষ্ট। ছবি থেকে এও স্পষ্ট যে ক্যামেরার মান অতো ভালো ছিল না। তবে গেইল তখন তরুণ ছিলেন সেটা পরিষ্কার। তার পাশে একজন কিশোর দাঁড়ানো তাও স্পষ্ট। কিন্তু তিনি কে?
ছবি দেখেই চিনে ফেললে কিছু বলার নেই। চিনে না থাকলে বলে রাখি তিনি গেইলের সতীর্থ। একই দলে খেলছেন তারা। গায়ে চাপাচ্ছেন লাল জার্সি। গেইল যেমন ব্যাট হাতে দলকে ম্যাচ জেতান এবং জেতাচ্ছেন। তেমনি তিনিও ম্যাচ জেতাচ্ছেন। ওপেনেও ব্যাট করেছেন। কিন্তু ব্যাট হাতে এখনও দলকে জেতাতে পারেননি। পেরেছেন বল হাতে।
নাম তার স্যাম কারেন। ইংল্যান্ডের তরুণ পেসার স্যাম কারেনের ছবি গেইলের সঙ্গে। দু’জন খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। গেইলকে হাতের কাছে পেয়ে কিশোর থাকতে ছবিটা তুলেছিলেন কারেন। আর সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গেইল। কারেন তখন স্কুল ছাত্র। গেইলের কালোর পাশে তার পরনে লাল ব্লেজার।
গেইল ছবিটা পোস্ট করে লিখেছেন, ‘যে কোন তরুণের কাছেই এটা গর্বের মুহূর্ত। কারেনের স্বপ্নের অভিষেক হল। ছবিতে আমাকে তরুণ দেখাচ্ছে। আর কারেন তো কিশোর।’ এবারের আইপিএলে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন কারেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২.২ ওভারে ১১ রান দিয়ে চার উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে দুই উইকেট পান ২০ বছরের এই তরুণ।
সুত্র: সমকাল
Leave a Reply