রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচী বৃহস্পতিবার সকালে বিএনপির নিজস্ব কার্যালয়ে প্রতীকী অনশন কর্মসূচী পলিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম ।
সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের পরিচালনায় অনশন কর্মসূতি বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক এড.সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সিনিয়র যুগ্মসম্পাদক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর মহিলাদলের সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বীট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মসম্পাদক রাজু আহমেদ,শামীম রেজা অর্ণব প্রমুখ।
Leave a Reply