শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার কারণে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা একাধিক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে। তারমধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
ইব্রাহীম হোসেন জানান সৈয়দপুর গ্রামের পিয়ার আলীর ছেলে ইসহাক আলী (৪২), মোসলেম আলীর ছেলে শামসুর রহমান (৬৫), ওয়াজেদ আলীর ছেলে আবু তাহাজ (৪৩) ও জোহর আলীর ছেলে আয়ুব হোসেন (৪৫) হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ৩ মার্চ সকাল ১০টায় এদের উপর হামলা হয়। সবাইকে নৌকায় ভোট দেয়ার অপরাধে হামলা করা হয়েছে। ফুলসারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোবহানুল আলম বাবু জানান,তার নেতৃত্বে সৈয়দপুর গ্রামে নৌকা প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণ ড.মোস্তানিছুর রহমানকে জয়ী করেছে।এ কারণে স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার লোকজনের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়েছে। মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মফিজুর রহমান, বাবলু, জামাল মন্ডল, আজিজুর রহমান, কুরবান আলী, ওহিদুল ইসলাম, মোহন আলী টিটো, ঠান্ডু, নজরুল ইসলাম,ও শরিফুল ইসলাম। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, সৈয়দপুর গ্রামে নৌকায় ভোট দেয়ার কারণে হামলা হয়েছে এ ধরণের কোন অভিযোগ তার কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে ওই গ্রামে নৌকার লোকজন আনারসের লোকজনের উপর হামলা করেছে এ ধরণের একটি অভিযোগ পেয়েছি।
Leave a Reply