শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর র্যাব ক্যাম্পের সদস্য ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালায়। এ সময় ফেনসিডিল,গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর বাঘারপাড়ার দরাহাট গ্রামের মৃত জব্বার মোল্যার ছেলে সরোয়ার মোল্যা,যশোর শহরের নাজির শংকরপুরের মৃত আফসার আলী সরদারের ছেলে শাহানুর রহমান ওরফে রবি,চৌগাছার আফরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন রেজা,যশোর শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ইসাহক আলী তপন ও চাঁচড়া রেলগেট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে শুকুর আলী।
বুধবার সকালে ডিবি পুলিশ শহরের চাঁচড়া রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় ইসাহক আলী তপন ও শুকুর আলীকে আটক কর। তাদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। ডিবি’র অপর একটি দল সদরের চুড়ামনকাটি এলাকায় অভিযান চালায়। এ সময় তুহিন রেজাকে আটক করে। তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা ও ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা সদরের বাউলিয়া বাজাওে অভিযান চালায়। সরোয়ার মোল্যাকে ৩৩ বোতল ফেনসিডিলসহ আাটক করে। র্যাবের অপর একটি দল শহরের নাজির শংকরপুর মধ্যপাড়ার গ্রামের শাহানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৫২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। এ ব্যাপরে যশোর কোতয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।
Leave a Reply