শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে শিশু তৃষাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা করে তার পরিবার। মামলা করে নিরাপত্তা হিনতাই ভুগছে পরিবারের সদস্যরা। উপায়হীন হয়ে তারা যশোর ছেড়তে বাধ্য হয়েছে।
নিহতের বাবা তরিকুল ইসলামের অভিযোগ এ মামলায় আসামিদের আটকের দাবিতে একাধিকবার মানববন্ধন করেছি। তারপরেও মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। শুধু নাই নয় আসামিরা আমার পরিবারের সদস্যদের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।
তিনি বলেন,গত ৩ মার্চ একই এলকার প্রফুল্ল বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া শামীম,সাইফুল ও শক্তি তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করে। মরদেহ বস্তাবন্দি অবস্থায় তার বাড়ির পাশে গর্তের মধ্যে ফেলে রাখে।
এ মামলার আসামি শামিম বন্দুকযুদ্ধে নিহত হয়। অন্য আসামি সাইফুল আটক হয়। কিন্তু মূলহোতা শক্তি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ তাকে আটক করছে না। সে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ অবস্থায় যশোওে অবস্থান করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে যশোর ছাড়তে হয়েছি।
তদন্তকারী কর্মকর্তা শিহাবুর রহমান বলেন,মামলায় কোনো আসামির নাম না থাকায় কাউকে গ্রেফতার করা যাচ্ছে না। তৃষার অভিভাবকরা হুমকির ব্যাপারে পুলিশকে কোন কিছু না বলেই তারা যশোর ছেড়েছে।
Leave a Reply