শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের গ্যালারিতে ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো: আব্দুল্লাহ মামুন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড.মো: আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.শেখ মিজানুর রহমান,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: নাজমুল হাসান,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল হালিম,ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী অপরাজিতা শর্মা,ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সোহানা মারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড.মো: আব্দুল্লাহ আল মামুন। পরে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মসিয়ূর রহমানের হলের প্রভোস্ট ড.মো: আমজাদ হোসেন,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: মীর মোশাররফ হোসেন,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: মনিবুর রহমান,তন্ময় মজুমদার,প্রভাষক ফারহানা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এবং এম এস এইচ সায়েফ।
Leave a Reply