শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:৩৮ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
র‍্যাম্পে দেখা দিলেন জয়া

র‍্যাম্পে দেখা দিলেন জয়া

জয় ডেক্স: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমায় ব্যস্ততা বাড়ার পর ছোট পর্দা থেকে ছুটিই নিয়েছেন বলা চলে। বিজ্ঞাপনেও দেখা নেই তার অনেক দিন। হঠাৎ করে বিশেষ উপলক্ষে র‍্যাম্পে দেখা দেন।
তেমনি করে সম্প্রতি পহেলা বৈশাখকে সামনে রেখে একটি ফ্যাশন প্রতিষ্ঠানের আয়োজনে র‍্যাম্পে হাঁটলেন জয়া। সেখানে বৈশাখের সাজে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
দেশীয় ফ্যাশন হাউজ প্রেমস কালেকশনস সম্প্রতি গুলশানে একটি ফ্যাশন শো’র আয়োজন করে। সেখানে দেশের শীর্ষস্থানীয় মডেলদের মাধ্যমে ফ্যাশন হাউজটি তুলে ধরে তাদের বৈশাখী কালেকশন।
আর এতে শাড়ি পড়ে হাজির হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া। সেখানে তিনি শুভেচ্ছা বক্তব্যও দেন উপস্থিত অতিথি ও ভক্তদের উদ্দেশ্যে। অগ্রিম শুভেচ্ছা জানান বাংলা নববর্ষের।
অনুষ্ঠানে প্রেমস কালেকশনের ডিরেক্টর এবং প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, ‘জয়া আহসান আমাদের গর্ব। অভিনয় গুণে তিনি বাংলাদেশকে মর্যাদার সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরছেন। আমাদের বৈশাখী যাত্রায় তাকে পেয়ে আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বৈশাখ উপলক্ষে ১ থেকে ১৪ এপ্রিল সর্বোচ্চ ৫০% ছাড়ের ঘোষণাও দেন।
এদিকে গত বছর ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা জয়া প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবির। সে ছবির নাম ‘ফুড়ুৎ’। শিগগিরই এই ছবির বিস্তারিত ঘোষণা করবেন তিনি।

 

 

 

সুত্র:সকালের সময়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »